WestBengalBangla

Apr 10 2024, 11:47

মালদহের দক্ষিণ কেন্দ্রের আসনের জন্য প্রচার বিজেপি প্রার্থীর

# BJP_ candidate  _campaigning _for _Malda South _Central _seat এসবি নিউজ ব্যুরো: গত বিধানসভা নির্বাচনে ইংরেজবাজার আসনে তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা তথা প্রাক্তণ মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে পরাজিত করে চমক দিয়েছিলেন বিজেপি প্রার্থী শ্রীরুপা মিত্র চৌধুরী।তাই মোদী-শাহ জুটি  আসন্ন লোকসভা নির্বাচনে সেই  শ্রীরূপা মিত্র চৌধুরীর উপর ভরসা করেছেন। মালদা দক্ষিণ কেন্দ্রের বিজেপির প্রার্থীও করেছেন শ্রীরূপা মিত্র চৌধুরীকে।

উত্তরবঙ্গের বিজেপির  একমাত্র মহিলা প্রার্থী তিনি।প্রায় প্রতিদিনই ভোটারদের কাছে পৌঁছাতে  নির্বাচনী প্রচারেও  চমক দিচ্ছেন তিনি। সকাল থেকেই তাকে জনসংযোগে ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে  বিজেপি প্রার্থীকে। কখনো টোটো চালিয়ে প্রচার। আবার কখনো জেলার একমাত্র বড়  পাইকারি রথবাড়ি বাজারের ক্রেতা  বিক্রেতার কাছে গিয়ে জনসংযোগ করতে।

বিজেপির মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর দাবি হাটে বাজারে তিনি রয়েছেন। শুধু ভোটের সময় নয় , সারা বছরই এলাকার মানুষের পাশে থাকেন তিনি। তার অভিযোগ, ১৫৩ বছরের পৌরসভায় এখনও অনেক পিছিয়ে। এলাকাবাসীও সেই অভিযোগ তুলছেন। প্রচারে ব্যপক সাড়া  পাচ্ছেন জানান তিনি।

WestBengalBangla

Apr 10 2024, 10:46

সামার স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালানোর সিদ্ধান্ত   রেলওয়ের

#Summer_ Special _Bande Bharat_Express _train
এসবি নিউজ ব্যুরো: দিল্লির রেল মন্ত্রকের সূত্রে খবর ,গ্রীষ্মে যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে সামার স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালানো হবে। চলতি  বন্দে ভারতের যে ট্রেনগুলি রয়েছে, তাতেই অতিরিক্ত কামরা সংযোজন করা হবে। এতে বেশি সংখ্যক যাত্রীকে পরিষেবা দেওয়া সম্ভব হবে। জানা গিয়েছে, কোন রুটে সব থেকে বেশি চাহিদা, তা খতিয়ে দেখে আপাতত একটি রুটেই বন্দে ভারতের সামার স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। পরে যাত্রীদের চাহিদা অনুযায়ী অন্যান্য রুটেও বন্দে ভারতের সামার স্পেশাল ট্রেন চালানো হতে পারে। বর্তমানে তামিলনাড়ুর চেন্নাই এগমোর থেকে নাগেরকয়েল অবধি বন্দে ভারতের রুটেই সামার স্পেশাল ট্রেন চালানো হচ্ছে।গত
৮ এপ্রিল থেকে এই বিশেষ ট্রেন চালু হয়েছে। আগামী ১২, ১৩, ১৯, ২১, ২৬ ও ২৮ এপ্রিল এই ট্রেন চলবে। আপ ও ডাউন দুই রুটেই চলবে সেমি হাইস্পিড ট্রেন। ভোর ৫টা ১৫ মিনিটে চেন্নাই থেকে ছেড়ে ট্রেনটি নাগেরকয়েলে পৌঁছবে দুপুর ২টো ১০ মিনিটে। নাগেরকয়েল থেকে ২টো ৫০ মিনিটে ছাড়বে বন্দে ভারত সামার স্পেশাল ট্রেনটি, চেন্নাইয়ের এগমোরে এসে পৌঁছবে রাত ১১টা ৪৫ মিনিটে।

WestBengalBangla

Apr 10 2024, 10:13

'অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে...'
এসবি নিউজ ব্যুরো: চিনকে কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।অরুণাচল প্রদেশের কিছু অংশের উপর চীনের আঞ্চলিক দাবিকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন তিনি।বলেছেন যে কোন সন্দেহ নেই যে উত্তর-পূর্ব রাজ্যটি ভারতের একটি অবিচ্ছেদ্য এবং অবিচ্ছেদ্য অংশ। অরুণাচল প্রদেশের কিছু অংশের ওপর চীনের দাবি প্রসঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, "অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে"।

"অরুণাচল প্রদেশের বেশ কয়েকটি এলাকার নাম পরিবর্তন" করার জন্য চীনের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভের মধ্যে এই উন্নয়নটি এসেছে এই অঞ্চলগুলির উপর তার দাবি জাহির করার জন্য। সাক্ষাৎকারের সময়, প্রধানমন্ত্রী মোদিকে চীন অরুণাচল প্রদেশের কিছু অংশ দাবি করতে এবং ভারত সরকার রাজ্যের আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষা করতে বলেছিল।গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানতে চাওয়া হয়।

"অরুণাচল প্রদেশ কি নিরাপদ?" সন্দেহ প্রত্যাখ্যান করে, প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন যে অরুণাচলের আঞ্চলিক সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিয়ে কোনও ভারতীয়ের কোনও সন্দেহ থাকা উচিত নয়। অরুণাচল ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ, প্রধানমন্ত্রী বলেন, "আজ, উন্নয়ন কাজ সূর্যের প্রথম রশ্মির মতো অরুণাচল এবং উত্তর-পূর্বে পৌঁছে যাচ্ছে, আগের চেয়ে দ্রুত।"

WestBengalBangla

Apr 10 2024, 10:11

জলপাইগুড়িতে নির্বাচনী প্রচারে যোগ দিতে কলকাতা বিমানবন্দরে পৌঁছালেন রাজ্যের বিরোধী দলনেতা
খবর কলকাতা: বুধবার জলপাইগুড়িতে নির্বাচনী প্রচারে যোগ দিতে কলকাতা বিমানবন্দরে এসে পৌছলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সকালেই তিনি বিমানে বাগডোগরার উদ্দেশ্যে রওনা দিতে বিমানবন্দরে পৌঁছান। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,
*রাম নবমীতে স্কুল ছুটি*
ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। ঠেলায় পড়েছে।
*পাহাড়ে নিয়োগ দুর্নীতি*
আমার কাছে পুরো ডকুমেন্ট আছে। আমাদের এক বিধায়ক বিধানসভায় তুলেছিলেন। উনিই ডকুমেন্ট দিয়েছেন। আমি সঙ্গে ছিলাম। পাহাড়ে ৪০০ মতো শিক্ষক নিয়োগ হয়েছে। পুরোটাই স্কুল সার্ভিস কমিশনের নিয়ম না মেনে জি টি এ থেকে হয়েছে। নিয়োগের যে নিয়ম আছে অ্যাকাডেমিক, এস সি এস টি ও বি সি ভাইবা। সেই নিয়ম ওখানে মানা হয়নি। এর সঙ্গে অনীক থাপা যুক্ত। বিনয় তামাং ও যুক্ত। এইসব কান্ড কারখানা অনীক থাপার। সঙ্গে অরূপ বিশ্বাস এবং পার্থ ভৌমিক। অরূপ বিশ্বাস সরাসরি যুক্ত। নিয়োগ দুর্নীতির বিপুল টাকা অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসেছে।
*অভিষেক বীরভূমে বলেছেন লিড না দিতে পারলে পদত্যাগ করব*
ওর কথার আমি উত্তর দিই না।
*কাল সিঙ্গুরে অভিষেক বলেছেন এন আই এএসপি কে সরালো না আমরা সুপ্রিম কোর্টে যাবো*
যেতে দিন। আমার বিরুদ্ধে ৭ বার সুপ্রিম কোর্টে গেছে। ডালখোলা আর শিবপুর এবং রিসরা তে রাম নবমীর দিনে হামলার ঘটনায়
এন আই এ তদন্ত বন্ধ করার জন্য রাজ্য সরকার গেছিল। শেখ শাহাজাহান এর সিবিআই হেফাজত আটকাতে সুপ্রিম কোর্টে গেছিল। কেষ্ট মণ্ডলকে বাঁচাতে সুপ্রিম কোর্ট গেছিল। চোরদের বাঁচাতে গিয়েছিল। কিন্তু লাভ হয়নি। দেশে সংবিধান, আদালত এবং আইন চলে। এর ওপর সবার বিশ্বাস রাখা উচিত।

WestBengalBangla

Apr 10 2024, 10:02

আগামী ১৬ এপ্রিল রায়গঞ্জে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
খবর কলকাতা: আগামী ১৬ এপ্রিল উত্তরদিনাজ পুরের রায়গঞ্জে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পালের সমর্থনে তিনি এই জনসভা করেবেন।মোদিজির এই জনসভাকে কেন্দ্র করে ইতিমধ্যে জোরকদমে প্রস্তুতি শুরু করেছে জেলা বিজেপি।

রায়গঞ্জের পূর্ব কলেজপাড়র পৌরসভার শিশু ও বিনোদন পার্কের পাশের মাঠে এই  জনসভা হবে বলে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে।এদিন সেই সভাস্থল পরিদর্শন করল বিজেপি জেলা নেতৃত্ব সঙ্গে ছিলেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার।

ইতিমধ্যেই সভার প্যান্ডেল তৈরি করতে মালপত্রও আসতে শুরু করেছে।রায়গঞ্জে প্রধানমন্ত্রীর নির্বাচনী সফর ঘিরে স্থানীয় বিজেপির কর্মীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

WestBengalBangla

Apr 10 2024, 09:56

2024-এর জন্য বিজেপির মাস্টার প্ল্যান, বিদেশীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে


এসবি নিউজ ব্যুরো: গণতন্ত্রের মহান উৎসব শুরু হয়েছে ভারতে। লোকসভা নির্বাচন নিয়ে তোলপাড়  গোটা দেশে। সব দলই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। এবার দেশের ক্ষমতাসীন দল বিজেপি 19 এপ্রিল থেকে শুরু হওয়া ভোটকে সমর্থন করছে।এটিকে এমন কিছু করার পরিকল্পনা করা হচ্ছে যা আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করবে। এই জন্য, এবারের লোকসভা নির্বাচনে, বিজেপি অনেক দেশের রাজনৈতিক দলকে ভারতে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে এবং তাদের দেখানোর পরিকল্পনা করছে যে এখানে কীভাবে নির্বাচন হয় এবং কীভাবে বিজেপি তাদের প্রচার চালায়।এ প্রসঙ্গে বিজেপির বহির্বিভাগের ইনচার্জ বিজয় চৌথাইওয়ালা। বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করে তাদের ভারত সফরের আমন্ত্রণ জানানহয়।

*এই দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে*
লোকসভা নির্বাচন নিয়ে বড় উদ্যোগ নিয়েছে বিজেপি। বিজেপি বিশ্বের অনেক দেশকে ভারতীয় গণতন্ত্রের উদযাপনের সাক্ষী করে তুলবে। আমেরিকা, ব্রিটেন, ইউরোপীয় দেশ ও নেপাল সহ এই দেশগুলির প্রায় দুই ডজন দলকে ভারতে এসে লোকসভা নির্বাচন দেখার আমন্ত্রণ জানিয়েছে বিজেপি। ব্রিটেনের কনজারভেটিভ এবং লেবার পার্টি, জার্মানির খ্রিস্টান ডেমোক্র্যাট এবং সোশ্যাল ডেমোক্র্যাট এবং
আমেরিকার ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের মত শাসক ও বিরোধী দলগুলিকে ভারতের গণতন্ত্র উদযাপনের সাক্ষী হতে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রতিবেশী দেশ নেপালে ক্ষমতায় থাকা পাঁচটি দলকেই আমন্ত্রণ পাঠানো হয়েছে।

*এখন পর্যন্ত ১৩টি বিদেশী রাজনৈতিক দল আমন্ত্রণ গ্রহণ করেনি*
বর্তমানে, ইজরায়েল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, মরিশাস, তানজানিয়া এবং উগান্ডা থেকেও কিছু পক্ষ থেকে অংশগ্রহণের নিশ্চিতকরণ পাওয়া গেছে।বিজেপির বিদেশ বিভাগের ইনচার্জ বিজয় চৌথাইওয়ালা বলেছেন যে বিদেশী অনেক দল ভারতে কীভাবে নির্বাচন হয় তা জানতে আগ্রহী। অতএব, প্রথমবারের মতো, আমরা অনেক বিদেশী দলকে দেখানোর জন্য কাজ করব যে কীভাবে ভারতে নির্বাচন পরিচালিত হয়। দেখাবে বিজেপি কীভাবে প্রচার চালায়। এখন পর্যন্ত আমরা ১৩টি রাজনৈতিক দলের কাছ থেকে নিশ্চিতকরণ পেয়েছি। দল ও বিরোধী দল উভয়ই জড়িত। এই সব মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জেপি নাড্ডার সমাবেশে নিয়ে যাওয়া হবে।

*তৃতীয় ও চতুর্থ পর্বে বিদেশী অতিথিদের দেখা হবে*
বিজয় চৌথাইওয়ালা জানিয়েছেন, তৃতীয় ও চতুর্থ দফার ভোটের সময় এই দলগুলিকে ভারতে নিয়ে যাওয়া হবে। এই প্রতিনিধি দলটি 3-4টি লোকসভায় ঘোরানো হবে এবং এর প্রচার দেখানো হবে। এছাড়াও তাকে প্রধানমন্ত্রী, স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর সমাবেশে নিয়ে যাওয়া হয়।

WestBengalBangla

Apr 10 2024, 09:39

মোদির জন্ম মজা করার জন্য হয়নি, তিনি কঠোর পরিশ্রম করেন কারণ লক্ষ্য বড়... মধ্যপ্রদেশে বললেন প্রধানমন্ত্রী মোদি
এসবি নিউজ ব্যুরো: দুদিনের মধ্যে দ্বিতীয়বারের মতো মধ্যপ্রদেশ সফরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বালাঘাটের এক জনসভায় ভাষণ দিচ্ছেলেন তিনি। এর আগে গত রবিবার জবলপুরে রোড শো করেছেন তিনি। প্রধানমন্ত্রী  মধ্যপ্রদেশের বালাঘাটে একটি জনসভায় বলেন, আজ জনগণের সমর্থনের বর্ষণ দেখে মনে হচ্ছে যেন জাফরান সাগর দেখা যাচ্ছে। এমন মহান মা-বোনদের আশীর্বাদই স্পষ্ট দেখাচ্ছে মধ্যপ্রদেশে কি ফল আসতে চলেছে ৪ জুন। তিনি মঞ্চ থেকে বলেন, জয় শ্রী কোটেশ্বর মহাদেব, জয় মা কালী, জয় মা গড়কালিকা, আজ দেশের বিভিন্ন স্থানে নববর্ষ পালিত হচ্ছে। আজ নবরাত্রিও শুরু হয়েছে।

আমি আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই এবং আমি আপনাকে অনেক শুভ নবরাত্রির শুভেচ্ছা জানাই। ভারতের নারী শক্তির বীরত্বের সাক্ষী বালাঘাটের ভূমি। আমি রাণী দুর্গাবতী এবং রাণী অবন্তীবাইয়ের এই ভূমিকে প্রণাম জানাই। আজ জনগণের বিপুল সমর্থনের ঢেউ, মনে হচ্ছে যেন জাফরানের সাগর দেখা যাচ্ছে। এমন মহান মা-বোনদের আশীর্বাদই স্পষ্ট দেখাচ্ছে মধ্যপ্রদেশে কি ফল আসতে চলেছে ৪ জুন। প্রধানমন্ত্রী মোদি বলেছেন, এই নির্বাচন নতুন ভারতের জন্যমিশন হয়. বিধানসভা নির্বাচনে জনগণ কংগ্রেসকে নিশ্চিহ্ন করে দিয়েছে। কংগ্রেস নিজেদের মধ্যে নির্বাচনে লড়ছে না। কংগ্রেস সরকার তাদের অভিযোগ নিয়ে অন্যদের কাছে যেত, এখন যে দেশগুলি নিজেদের মধ্যে মারামারি করছে তারা ভারতে আসে সমাধানের জন্য।

স্বাধীনতা আন্দোলন নিয়ে কংগ্রেস অহংকারে ভরে গিয়েছিল। কংগ্রেস বলত, আমরা গরিব দেশ, দেশে আধুনিক রাস্তা ও বিমানবন্দরের প্রয়োজন কেন? মাত্র কয়েকটি শহরে কংগ্রেস, যেখানে তাদের বড় বড় নেতারা সেখানে থাকতেন, উন্নয়ন হতো। বিজেপি সরকার আমাদের জায়গায় প্রাধান্য দিচ্ছে, বিজেপি সরকার এমপিকে চাঙ্গা করছে। পিএম মোদি বলেছেন যে এখনও পর্যন্ত যে সমস্ত কাজ করা হয়েছে তা কেবল একটি ট্রেলার। এখনো অনেক কিছু করার আছে। দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে। আপনি, জনসাধারণ, আমার জীবন খুব ভাল জানেন. মোদির জন্ম মজা করার জন্য নয়, মোদি কঠোর পরিশ্রম করেন কারণ তার লক্ষ্য অনেক বড়। এই দেশ এটা দেশের মানুষের উজ্জ্বল ভবিষ্যতের জন্য।

মোদি এখন পর্যন্ত যে কাজ করেছেন তা নিছক ফ্লুক। বিজেপি সরকার সুবিধাবঞ্চিতদের অগ্রাধিকার দিয়ে কাজ করছে। এমপিতে 5.50 কোটি অভাবী মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছেন। এমপির ৭০ লাখ বাড়িতে কলের জল পৌঁছে দেওয়া হয়েছে। তার আগে মঞ্চ থেকে জনসাধারণের উদ্দেশে ভাষণ দেন বিজেপির লোকসভা প্রার্থী ফাগ্গান সিং কুলাস্তে।তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদীকোটি কোটি প্রধানমন্ত্রীর বাড়ি দেওয়া হয়েছে। দুই কোটি বোনকে লখপতি দিদি বানানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। তিনি কৃষকদের সম্মান বাড়িয়েছেন। সিএম মোহন যাদবও কৃষকদের সম্মান জানান।

WestBengalBangla

Apr 10 2024, 09:37

*কেন ভারতের জন্যও মালদ্বীপ গুরুত্বপূর্ণ?*

এসবি নিউজ ব্যুরো: মালদ্বীপের সঙ্গে ভারতের প্রাচীন সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। অর্থনৈতিক, কৌশলগত এবং সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে ভারতের জন্য মালদ্বীপ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। 1965 সালে স্বাধীনতার পর মালদ্বীপকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলির মধ্যে একটি ভারত। পরে ভারতও 1972 সালে মালদ্বীপে  দূতাবাস খোলে।

মালদ্বীপ ভারতের কাছাকাছি ছিল এবং যখনই প্রয়োজন ভারত মালদ্বীপকে সাহায্য করেছে ভারত।তবে সম্প্রতি দুই দেশের সম্পর্কে তীক্ততা দেখা দিয়েছে। গত বছরের সেপ্টেম্বরে রাষ্ট্রপতি নির্বাচনে ৫৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হন মোহাম্মদ মুইজ্জু। নভেম্বরে, মুইজ্জু দ্বীপরাষ্ট্র মালদ্বীপের অষ্টম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। মুইজ্জু রাষ্ট্রপতি হওয়ার সাথে সাথে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে ভারত থেকে দূরত্ব বজায় রাখা তার বিদেশ নীতিতে অগ্রাধিকার দেবেন ।শপথ গ্রহণের পর মুইজ্জু মোতার প্রথম ভাষণে তিনি মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের কথা পুনর্ব্যক্ত করেন। তার প্রথম বিদেশ সফর ছিল তুরস্কে। মুইজ্জু একটি ঐতিহ্য ভেঙেছেন। কারণ এর আগে মালদ্বীপের নতুন রাষ্ট্রপতির প্রথম বিদেশ সফর ছিল ভারতে।

তুর্কিয়ের পরে, মুইজু সংযুক্ত আরব আমিরশাহতে যান এবং সম্প্রতি চীনে পাঁচ দিনের সফরে যান। মালদ্বীপের প্রতি "নরম" মনোভাব মোহাম্মদ মুইজু প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই মালদ্বীপে সম্পর্ক উত্তপ্ত হয়েছে।উত্তেজনা ছিল। যাইহোক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাক্ষাদ্বীপে পর্যটন প্রচারের উদ্যোগ নেওয়ার সাথে সাথে দুই দেশের মধ্যে অচলাবস্থা বেড়ে যায়। মালদ্বীপের তিন মন্ত্রীও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছিলেন। এরপর ভারতও কঠোর মনোভাব দেখায়। তবে মালদ্বীপের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও এখন বড় সিদ্ধান্ত নিয়েছে ভারত। মইঝু সরকারের সাথে তিক্ত সম্পর্ক থাকা সত্ত্বেও ভারত পণ্য আমদানি অব্যাহত রেখেছেরপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। বিরোধ সত্ত্বেও, ভারত মালদ্বীপে প্রয়োজনীয় জিনিসপত্র পাঠাতে থাকবে। বিশেষ বিষয় হল 1981 সালের পর থেকে নির্ধারিত পণ্যের পরিমাণ সর্বোচ্চ হবে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে ভারতের এই পদক্ষেপের পেছনে কারণ কী?

ভারতের জন্য গুরুত্বপূর্ণ মালদ্বীপ আসলে, মালদ্বীপ ভারত মহাসাগরে ভারতের একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রতিবেশী। ভারতের কৌশলের দিক থেকে মালদ্বীপের ভৌগোলিক অবস্থান খুবই গুরুত্বপূর্ণ।হয়। ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান আগ্রহের কারণে ভারতের জন্য মালদ্বীপের গুরুত্ব বেড়েছে। মালদ্বীপ লাক্ষাদ্বীপ থেকে মাত্র 700 কিলোমিটার দূরে এবং মূল ভূখণ্ড ভারত থেকে মাত্র 1200 কিলোমিটার দূরে। ভারতের নেবারহুড ফার্স্ট পলিসি এবং সমুদ্র নিরাপত্তা সহায়তার অধীনে মালদ্বীপও প্রয়োজনীয় হয়ে উঠেছে। মালদ্বীপে উপস্থিতি ভারতকে ভারত মহাসাগরের একটি বড় অংশ পর্যবেক্ষণ করার ক্ষমতা দেয়। হিন্দসাগরে নিজেদের প্রভাব বাড়াতে চীন অনেক দেশেই নিজেদের উপস্থিতি বাড়াচ্ছে, অন্যদিকে ভারত ঠেকাতে এসব দেশে নিজেদের উপস্থিতি জোরদার রাখতে চাইছে। মালদ্বীপ কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

ভারত মহাসাগরের অভ্যন্তরে যোগাযোগের লাইন সুরক্ষিত করতে মালদ্বীপের অবস্থান থেকে অনেক কিছু অর্জন করা যেতে পারে। উদাহরণস্বরূপ, আপনি যদি নজরদারি রাখতে চান তবে মালদ্বীপের অবস্থান এক ধরণেরএকটি স্থায়ী বিমানবাহী রণতরী। ইউরোপে যখন মহাযুদ্ধ চলছিল, তখন মাল্টা দ্বীপের বিশেষত্ব (যা ভূমধ্যসাগরের অভ্যন্তরে) এর আকার ছিল না, এটি ছিল এর ভৌগোলিক অবস্থান, যা কৌশলগত হয়ে ওঠে। এই দৃষ্টিকোণ থেকে, মালদ্বীপ তার অবস্থানের কারণে এই সময়ে খুব গুরুত্বপূর্ণ এবং চীন তার গুরুত্ব খুব ভালভাবে বুঝতে পেরেছে। অতএব, গত 500 বছর পর, চীন 2008 সালে প্রথমবার ভারত মহাসাগরে প্রবেশ করে।প্রবেশ করেছে। 2007-08 সালে জলদস্যুদের কারণে, বিশ্ব জলদস্যুতা বিরোধী প্রচেষ্টার অজুহাতে চীন এখানে এসেছিল এবং তারপর থেকে তার জাহাজ এখানে 24×7 উপস্থিত রয়েছে। এটি পশ্চিম ভারত মহাসাগরে জিবুতি থেকে মালদ্বীপ, মালদ্বীপ থেকে সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান এবং ভারত মহাসাগর পর্যন্ত তার দখল বজায় রাখছে এবং এটি ভারতের জন্য উদ্বেগের বিষয়।

ভারত মহাসাগর বর্তমানে চীন, আমেরিকা এবং কৌশলগত এবং সামুদ্রিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণএটি ভারতের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা হয়ে উঠেছে এবং আমাদের মালদ্বীপকে এর সুযোগের মধ্যে বোঝা উচিত। ভারত মহাসাগরে চীন তার 'স্ট্রিং অফ পার্লস' কৌশল নিয়ে কাজ করছে। এর আওতায় ভারত মহাসাগরের আশেপাশের দেশগুলোতে চীন কৌশলগত বন্দর ও অবকাঠামো নির্মাণ করছে যাতে তাদের সামরিক বাহিনী প্রয়োজনে সেগুলো ব্যবহার করতে পারে। পাকিস্তানের গোয়াদর থেকে জিবুতি এবং আফ্রিকার হর্নে শ্রীলঙ্কা পর্যন্ত চীনের উপস্থিতি।হাম্বানটোটা পর্যন্ত। এই বন্দরগুলো ভারত মহাসাগর অঞ্চলে চীনের সামরিক প্রবেশ বাড়াচ্ছে। বিশেষজ্ঞদের মতে, মালদ্বীপ থেকে ভারতের দূরত্ব বাড়লে এবং চীন তাদের কাছাকাছি এলে ভারত মহাসাগরে সমস্যা বাড়তে পারে। এছাড়াও, ভারতের সমস্ত সামুদ্রিক যানবাহন এখান থেকে আসে। চীন যদি সেখানে তার দখল প্রতিষ্ঠা করার জন্য কিছু পদক্ষেপ নেয় এবং ভারতকে তার যানবাহন সরিয়ে নিতে হয়, তবে এটি ব্যয়বহুলও প্রমাণিত হবে।

WestBengalBangla

Apr 10 2024, 09:14

*Wynn.Fit:  কলকাতায় একটি অনন্য ফিটনেস অভিজ্ঞতা প্রদান করে প্রথম বার্ষিকী উদযাপন করল*
খবর কলকাতা : Wynn.Fit Fitness Studio, একটি ফিটনেস স্টুডিও, তার প্রথম বার্ষিকী উদযাপন করল৷ ২০২৩ সালে এটি খোলার পর থেকে, Wynn.Fit শহরের ফিটনেসের পদ্ধতিতে আমূল রূপান্তর ঘটিয়ে দিয়েছে। ঐতিহ্যবাহী জিমের জন্য একটি দারুন এবং সকলের সুবিধার্থে অফার করেছে।তাদের জিমকে উপস্থাপন করছে।

প্রথম বার্ষিকী উদযাপনের জন্য, Wynn.Fit টলিউড অভিনেত্রী, দেবলীনা কুমারের উপস্থিতিতে জিমে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। যিনি ইতিমধ্যেই এই ফিটনেস স্টুডিওর একজন বর্তমান সদস্য এবং এখানে বিভিন্ন ধরনের ওয়ার্কআউট করেছেন। তারা উদযাপনে যোগদানকারী গণমাধ্যমের বন্ধুদের জন্য একটি বিশেষ জুম্বা এবং যোগা সেশনেরও আয়োজন করেছিল।

Wynn.Fit শুধুমাত্র একটি জিমের চেয়ে অনেক বেশি কিছু। এটি ফিটনেসের জন্য একটি সামগ্রিক পদ্ধতি। এই ফিটনেস স্টুডিও শুধু ভারোত্তোলন এবং কঠোর রুটিন- এর সাধারণ ফিটনেস স্টুডিওর বাইরে গিয়ে এক ছাদের নিচে সাতটি ওয়ার্কআউট প্রোগ্রামের অনন্য  পরিসরের বন্দোবস্ত করেছে, যার মধ্যে রয়েছে,নাচের ফিটনেস, এরিয়াল যোগা, হাইপারট্রফি-নির্দিষ্ট প্রশিক্ষণ, উচ্চ-তীব্রতার ব্যবধান প্রশিক্ষণ (HIIT), যোগা, বক্সিং এবং স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং।

এই বৈচিত্র সমন্বিত সমস্ত ফিটনেস স্তর এবং লক্ষ্যগুলি পূরণ করে, এটি নতুনদের বা পাকা জিম-গামীদের জন্য নিখুঁত করে তোলে। Wynn.Fit বোঝে যে ব্যস্ত সময়সূচী ফিটনেসকে অগ্রাধিকার দেওয়া কঠিন করে তুলতে পারে। এজন্য তারা অনন্য "আনলিমিটেড আওয়ার্স মেম্বারশিপ" অফার করে। এটি সদস্যদের কর্মক্ষম সময়ের মধ্যে তাদের নিজস্ব সুবিধা অনুযায়ী কাজ করতে এবং তারা যতটা ক্লাস পরিচালনা করতে পারে তাতে অংশগ্রহণ করতে দেয়।

এই উপলক্ষ্যে ,মিসেস স্বাতী বাহেতি, Wynn.Fit-এর সহ-প্রতিষ্ঠাতা বলেন, “আমি Wynn.Fit-এর প্রথম বছরের দিকে ফিরে তাকাই, এটি উচ্চ এবং নিম্নের রোলারকোস্টার ছিল৷ আমরা আজ এক বছর পূর্ণ হওয়ায় আমি কৃতজ্ঞ এবং আপ্লুত। এই সবের মাধ্যমে, আমিও শিখেছি এবং আমার সহকর্মী প্রশিক্ষকদের সাহায্যে ক্লাসগুলিকে আরও গতিশীল এবং আকর্ষক করার জন্য ক্রমাগত চেষ্টা করছি। দলের অবিশ্বাস্য সমর্থনে, আমি আগামী যাত্রার জন্য যথেষ্ট উৎসাহী। এখানে একসাথে সাফল্যের আরো অনেক বছর আমাদের চলতে হবে। Wynn.FIT ফিটনেসকে মজাদার এবং সহজ করে তোলে। আমরা সুবিধাজনক অবস্থান এবং পার্কিং সহ একটি উৎকৃষ্ট মানের স্টুডিওতে সকলের  ফিটনেস লক্ষ্য অর্জনের জন্য একটি পকেট-বান্ধব উপায় অফার করি। আমাদের অনন্য অ্যাপটি সদস্যদের তাদের সবচেয়ে উপযুক্ত প্রোগ্রাম বেছে নিতে দেয়।"

Wynn.Fit-এর সহ-প্রতিষ্ঠাতা অমৃতা বাঙ্গুর বাজোরিয়া বলেন, “এক বছর মনে হচ্ছে যেন এই সেদিন ছিল, দেখতে দেখতে সময় কিভাবে এগিয়ে গেছে! ৬০০ জনেরও বেশি অনুগত সদস্যের রেকর্ড গণনার সাথে, আমরা শেষ পর্যন্ত বিশেষ পপ আপ-পডকাস্ট-বাচ্চাদের কর্মশালার জন্য স্টুডিও ভাড়া- মজাদার ফিটনেস পার্টি এবং ইভেন্টগুলিতে বৈশিষ্ট্যযুক্ত করার পরবর্তী ধাপে যাওয়ার পরিকল্পনা করছি। শিশুদের ফিটনেস থেকে পুষ্টি থেকে ওয়ার্কআউট পর্যন্ত মনোযোগ দেওয়ার একটি সম্পূর্ণ নতুন উপায় পাইপলাইনে রয়েছে। নতুন জ্যাম এবং কর্মশালায় পূর্ণ এক বছরের অপেক্ষায় আছি।”

মিডিয়ার সাথে কথা বলার সময়, টলিউড অভিনেত্রী দেবলিনা কুমার বলেছেন, “গত এক বছর ধরে Wynn.Fit-এর সদস্য হওয়া আমার স্বাস্থ্য এবং সুস্থতার জন্য একটি উল্লেখযোগ্য বিষয়। যখন কোনও কিছু করতে ইচ্ছে করেনা, তখনও এখানকার সহায়ক সকলে এবং চমৎকার  সুযোগ-সুবিধাগুলি ব্যায়াম করার মাধ্যমেও এক আলাদা আনন্দ দেয়। এখানকার প্রশিক্ষকরা শিক্ষিত এবং জীবনীশক্তিতে ভরপুর, যাঁরা আমাকে নতুন স্তরে পৌঁছানোর জন্য এগিয়ে দেয়। এক বছর কেন, আরও সুগঠিতভাবে একসঙ্গে আমরা এগিয়ে যেতে চাই।"

Wynn.Fit-এর প্রত্যয়িত প্রশিক্ষকরা নিশ্চিত করে যে আপনি আপনার ওয়ার্কআউট থেকে সর্বাধিক সুবিধা পান। তাদের ইউসার ফ্রেন্ডলি অ্যাপটি আপনার সুবিধাজনক ক্লাসের সময়সূচী বাছাই করার অনুমতি দেয়।  গ্রুপ ওয়ার্কআউটের মাধ্যমে সামগ্রিক উন্নয়নে ফোকাস, তাদের অন্যান্যদের থেকে আলাদা করে। *ছবি:সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।*

WestBengalBangla

Apr 10 2024, 06:55

'রাম মন্দির নিয়ে কংগ্রেসের অবস্থানে হতাশ নেতারা, বিজেপিতে যোগদান
এসবি নিউজ ব্যুরো: রাজস্থানের অনেক নেতাই খার্গে-সোনিয়ার সমাবেশের পরের দিনই বিজেপিতে যোগ দিলেন। রাজস্থানে কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং মল্লিকার্জুন খার্গের জনসভা করার একদিন পরে, প্রাক্তন বিধায়ক গঙ্গাজল মীল এবং পিসিসি সহ-সভাপতি সুশীল শর্মা সহ একাধিক দলের নেতা দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন।

সুরাতগড় থেকে কংগ্রেসের টিকিটে হনুমান মীল, যিনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, প্রাক্তন PCC সহ-সভাপতি অশোক অবস্থি এবং ওমকার সিং লাখাওয়াত, নারায়ণ পাঁচারিয়া এবং অরুণ চতুর্বেদী সহ বিজেপি নেতাদের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছিলেন। সুশীল শর্মা অভিযোগ করেন যে দলাদলির কারণে কংগ্রেসের নিবেদিত কর্মীদের মধ্যে হতাশা রয়েছে। তিনি দাবি করেছেন যে, তিনি কয়েক বছর ধরে কংগ্রেসের হয়ে কাজ করেছেন ।

কিন্তু এখন দলীয় কর্মীদের কথা শোনার মতো কেউ নেই এখানে। তিনি বলেন,  তাঁর মতো কর্মীরা যারা সনাতন ধর্মে বিশ্বাসী তারা অযোধ্যায় রাম মন্দির ইস্যুতে কংগ্রেসের অবস্থানে হতাশ। রাজস্থানে সোনিয়া গান্ধী, এম খার্গের সমাবেশের একদিন পরে, বেশ কয়েকজন কংগ্রেস নেতা বিজেপিতে যোগ দেন। জয়পুরে দলের রাজ্য সদর দফতরে বিজেপিতে যোগ দেন তিনি। তিনি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার শুধু নয়ানীতি বিদেশেও নিজের শক্তির প্রমাণ দিয়েছেন। এর দ্বারা প্রভাবিত হয়ে, জাতীয়তাবাদী চিন্তাভাবনা নিয়ে, আমি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।"

প্রাক্তন কংগ্রেস বিধায়ক মিল পিসিসি প্রধান গোবিন্দ সিং দোতাসারা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বিরুদ্ধে বিধানসভা নির্বাচনে টিকিট বণ্টনে স্বেচ্ছাচারিতার অভিযোগ করেছেন। তিনি বলেন, "যখন আমরা রাজ্যের ইনচার্জ সুখজিন্দর সিং রনধাওয়ার কাছে এই বিষয়ে অভিযোগ করেছি, তিনিওআমাদের কথা শোনেনি। কংগ্রেসে সম্পূর্ণ পা টানাটানি চলছে।" কংগ্রেস নেতারা ছাড়াও, অবসরপ্রাপ্ত অফিসার সহ জীবনের বিভিন্ন স্তরের আরও কয়েকজন জয়পুরে দলের রাজ্য সদর দফতরে বিজেপিতে যোগ দিয়েছেন।

রাজস্থানে লোকসভা নির্বাচন দুটি ধাপে 19 এবং 26 এপ্রিল অনুষ্ঠিত হবে। 19 এপ্রিল প্রথম দফায় 12টি আসন গঙ্গানগর, বিকানের, চুরু, ঝুনঝুনু, সিকর, জয়পুর গ্রামীণ, জয়পুর, আলওয়ার ভরতপুর,করৌলি-ধোলপুর, দৌসা ও নাগৌরে ভোট হবে। টঙ্ক-সাওয়াই মাধোপুর, আজমির, পালি, যোধপুর, বারমের, জালোর, উদয়পুর, বাঁশওয়ারা, চিতোরগড়, রাজসামন্দ, ভিলওয়ারা, কোটা এবং ঝালাওয়ার-বারানের বাকি 13টি আসনে 26 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হবে।